পরিশ্রমী গ্রিজমানের চেষ্টায় খুশি বার্সা কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2020 02:13 PM BdST Updated: 17 Jun 2020 02:13 PM BdST
প্রথমার্ধে ড্রিঙ্কস ব্রেকে অনেকটা সময় ধরে অঁতোয়ান গ্রিজমানকে কিছু একটা বলছিলেন লিওনেল মেসি। বিরতির পর মাঠে ফেরার সময়ও তার সঙ্গে কথা বলে যাচ্ছিলেন বার্সেলোনা অধিনায়ক। কাজ হয় তার কথায়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জাল খুঁজে পান উজ্জীবিত গ্রিজমান। অফসাইডের জন্য সেটি গোল না হলেও ফরাসি ফরোয়ার্ডের গুরুত্ব কমছে না কিকে সেতিয়েনের কাছে। বার্সেলোনা কোচ তাকে দেখেন দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে।
কাম্প নউয়ে মঙ্গলবার রাতে লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচে আনসু ফাতি ও মেসির গোলে ২-০ ব্যবধানে জিতে বার্সেলোনা।
৬৩তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন গ্রিজমান। কিন্তু ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে গোল দেননি রেফারি। মেসির কাছ থেকে বল পাওয়ার সময় একটুর জন্য অফসাইডে ছিলেন খানিক আগে বদলি নামা সেমেদো।
গ্রিজমান গোল পেলেন কী পেলেন না, সেটাকে অতো গুরুত্ব দিচ্ছেন না সেতিয়েন। দলের জন্য বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের পরিশ্রমটাকে বড় করে দেখছেন তিনি।
“কঠোর পরিশ্রম করা গ্রিজমানকে নিয়ে আমি খুবই খুশি। সে মাঠে ছোটাছুটি করেছে, জায়গা খুঁজে বের করেছে, সতীর্থদের খেলার জায়গা করে দেওয়ার জন্য প্রতিপক্ষকে তাদের পজিশন থেকে বের করে আনার চেষ্টা করেছে।”

মাঝে চোটে ভোগা ফাতি শুরুর একাদশে ফিরে পেয়েছেন গোলের দেখা। ৪২তম মিনিটে জুনিয়র ফিরপোর বাড়ানো বল পেয়ে জটলা থেকে গড়ানো শটে লক্ষ্যভেদ করেন ফাতি। আক্রমণে ও রক্ষণে ১৭ বছর বয়সী এই তরুণের ভূমিকা নজর কেড়েছে বার্সেলোনা কোচের।
“আক্রমণ ও রক্ষণ-দুই জায়গাতে সে ভালো খেলেছে। এটা সত্যি যে, কিছু জায়গায় তার ঘাটতি আছে। চোট সমস্যার কারণে কিছুদিন অনুশীলন থেকে বিরত থাকায় তার যে ধারাবাহিকতার প্রয়োজন, সেটা এখনও পায়নি।”
“যখনই সে মাঠে নেমেছে…সে ভালো খেলেছে, কিন্তু ওই (চোট) সমস্যাগুলোর কারণে আমি তাকে আর কোনো ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।”
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ঝড়ের আভাস দিয়ে বিদায় নিলেন এনামুল
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন