ডের সঙ্গে ‘ভার্চুয়ালি’ চুক্তিটা সেরে নিল বাফুফে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2020 01:23 AM BdST Updated: 17 Jun 2020 01:23 AM BdST
জেমি ডের হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থাকার বিষয়টা মোটামুটি নিশ্চিতই ছিল। আলোচনা চলছিল চুক্তি বাড়ানোর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আনুষ্ঠানিকতা সারতে দুই পক্ষ ছিল অপেক্ষায়। সে অপেক্ষার ইতি টেনে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আরও দুই বছরের জন্য ডের সঙ্গে ‘ভার্চুয়ালি’ চুক্তি সেরে নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
২০১৮ সালের মে মাসে বাংলাদেশ দলের দায়িত্ব নেন ডে। গত বছর চুক্তির মেয়াদ বাড়ানো হয় এক বছরের জন্য। গত মে মাসের মাঝামাঝিতে তা শেষ হয়। তবে মেয়াদ ফুরালেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইংল্যান্ডে থাকা কোচ কাজ চালিয়ে যাচ্ছিলেন। জামাল-জীবনদের অনলাইনের মাধ্যমে দিচ্ছিলেন নানা পরামর্শও।
পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় স্থগিত থাকা ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে নতুন সূচি দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পুনরায় শুরু করবে বাংলাদেশ।
বাফুফে তাই অপেক্ষা না করে দুই বছরের জন্য চুক্তিটা সেরে নিয়েছে। ইংল্যান্ডে বসে ভিডিও বার্তায় চুক্তির বিষয়টি নিশ্চিত করার সঙ্গে আগামী দিনের পরিকল্পনাও জানিয়েছেন ডে।
“ভবিষ্যতে এই দলটি নিয়ে কাজ করার জন্য খুব উন্মুখ হয়ে আছি। আগামী অক্টোবর-নভেম্বর আমাদের চারটি কঠিন ম্যাচ আছে। এগুলোর জন্য মুখিয়ে আছি। ছেলেরা ক্যাম্পে ফিরলে ম্যাচের জন্য তৈরি হবো…এ নিয়ে আমার তর সইছে না।”
“এ বছর আমাদের জন্য রোমাঞ্চকর অনেক কিছু অপেক্ষা করছে। নতুন চুক্তি করেছি এবং ছেলেরা অনুশীলনে পুরো মনোযোগ নিয়ে ফিরবে। এ বছর সত্যিই ভালো ফল পাব, সেই আশায় আছি।”
ডের সঙ্গে নতুন চুক্তি শুরু হবে আগামী ১৪ অগাস্ট থেকে।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে