রিয়ালের বাকি রইলো ‘১০ ফাইনাল’

জিততে হবে ‘১১ ফাইনাল’-লা লিগা পুনরায় শুরুর আগে এমন প্রত্যয় বারবার শোনা যাচ্ছিল রিয়াল মাদ্রিদের কোচ-খেলোয়াড়দের কণ্ঠে। এইবারকে হারানোর পর দলটির অধিনায়ক সের্হিও রামোস সতীর্থদের দিলেন বাকি ‘১০ ফাইনাল’ জয়ের বার্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 08:32 AM
Updated : 15 June 2020, 09:56 AM

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় গত মার্চ থেকে স্থগিত থাকা লা লিগা মাঠে ফেরে গত ১১ জুন। এ যাত্রায় রোববার রাতে লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলে রিয়াল। বিরতির পর বিবর্ণ থাকলেও প্রথমার্ধের দাপুটে পারফরম্যান্সে ৩-১ গোলের জয় তুলে নেয় জিনেদিন জিদানের দল।

টনি ক্রুস দলকে এগিয়ে নেওয়ার পর রামোস ব্যবধান দ্বিগুণ করেন। তৃতীয় গোলটি আসে আরেক ডিফেন্ডার মার্সেলোর জোরালো শটে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দিয়ারিও এএসকে রামোস জানান, লিগের বাকি ১০ ম্যাচ জয়ের প্রত্যয়।

“এইবারের বিপক্ষে দল যতটা সম্ভব ভালো খেলেছে। এটা ঠিক যে, আমরা পুরো ৯০ মিনিট একইভাবে মনোযোগ ধরে রাখতে পারিনি। তবে প্রথমার্ধে যে ভালো খেলেছিলাম, ৩-০ লিড নিয়ে বিরতিতে যাওয়ায় সেটাই প্রমাণ হয়।”

“আমরা নিজেদের পর্যায়ে খেলায় ফিরছি। তবে আমাদের ১০টি ফাইনাল এখনও বাকি এবং আমরা সবগুলো জয়ের চেষ্টা করব।”

লম্বা বিরতির পর মাঠে ফেরায় এমন ছন্দপতন স্বাভাবিক হিসেবে দেখছেন রিয়ালের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার।

“আমরা একটা পরিপূর্ণ ম্যাচ খেলতে পারিনি। প্রথমার্ধের মতো একই মনোযোগ পরে ধরে রাখতে পারিনি, সেটাও স্বাভাবিক। আমরা দ্বিতীয়ার্ধে এইবারকে কিছু সুযোগ উপহার দিয়েছি।”

আগের দিন মায়োর্কার মাঠে ৪-০ গোলে জিতে রিয়ালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গিয়েছিল শীর্ষে থাকা বার্সেলোনা। এইবারকে হারিয়ে ব্যবধান ২ পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল।