পিএসজি ছাড়ছেন কাভানি, সিলভা

গুঞ্জন ছিল আগে থেকেই। সেটাই এবার সত্যি হলো। চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম শেষ হলে পিএসজি ছেড়ে যাবেন ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোল করা এদিনসন কাভানি ও দলটির বর্তমান অধিনায়ক চিয়াগো সিলভা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2020, 10:27 AM
Updated : 14 June 2020, 10:27 AM

দুজনেরই ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ চলতি জুন পর্যন্ত। মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো আরাউজো, একটি ফরাসি সাপ্তাহিকের বরাত দিয়ে রোববার খবরটি দিয়েছে রয়টার্স।

করোনাভাইরাসের কারণে ফ্রান্সে বাতিল করা হয়েছে ২০১৯-২০ ফুটবল মৌসুম। লিগ ওয়ানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে কাভানি-সিলভাদের দলকে। তবে চ্যাম্পিয়ন্স লিগ আবার শুরুর চেষ্টা চলছে। ইউরোপিয়ান সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে উঠেছে পিএসজি। প্রতিযোগিতাটিতে নিজেদের খেলা শেষে ক্লাব ছাড়বেন কাভানি ও সিলভা।

২০১৩ সালে নাপোলি থেকে পিএসজিতে যোগ দেওয়া উরুগুয়ের স্ট্রাইকার কাভানি সব প্রতিযোগিতা মিলে প্যারিসের দলটির হয়ে করেছেন ২০০ গোল, খেলেছেন তিনশ’র বেশি ম্যাচ। জিতেছেন ছয়টি লিগসহ ঘরোয়া অনেক শিরোপা।

এসি মিলান থেকে ২০১২ সালে পিএসজিতে নাম খেলান ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা।