ফেরার ম্যাচে মেসিকে খেলানোর ইঙ্গিত বার্সা কোচের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2020 01:52 PM BdST Updated: 13 Jun 2020 04:30 PM BdST
লম্বা বিরতির পর মাঠে ফিরছে বার্সেলোনা। তবে প্রথম ম্যাচেই লিওনেল মেসি ও লুইস সুয়ারেস ফিরবেন কি-না, তা নিয়ে সংশয় পুরোপুরি কাটেনি। বার্সেলোনা কোচ কিকে সেতিয়েনের ইঙ্গিতে অবশ্য মোটামুটি পরিষ্কার, রিয়াল মায়োর্কার বিপক্ষে দলের আক্রমণভাগের সেরা দুই তারকার খেলার সম্ভাবনাই বেশি।
করোনাভাইরাসের থাবায় স্থগিত থাকা লা লিগা গত বৃহস্পতিবার ফের শুরু হয় রিয়াল বেতিস ও সেভিয়া ম্যাচ দিয়ে। শনিবার রাত ২টায় মায়োর্কার মাঠে ম্যাচ দিয়ে ফিরবে বার্সেলোনা।
গত জানুয়ারিতে অস্ত্রোপচার করা হয়েছিল সুয়ারেসের হাঁটুতে। সম্প্রতি ঊরুর চোটে অনুশীলনে নিয়মিত ছিলেন না মেসিও। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেতিয়েন জানালেন দলের দুই বড় সম্পদের শারীরিক অবস্থার অগ্রগতি কতটা।
“পাঁচ মাস অনুশীলনের বাইরে থাকার পর ফিরেছে সুয়ারেস। নিজের সেরা ছন্দে ফিরতে তার কিছু সময় লাগবে। মেসি ভালোভাবেই অনুশীলন করেছে। সে নিখুঁত অবস্থায় আছে।”
২৭ রাউন্ডে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। লিগের বাকি ১১ রাউন্ড।
লিগের বাকি ম্যাচগুলি হবে খুব ঠাসা সূচিতে। এত কম সময়ের মধ্যে ১১ ম্যাচ খেলা মেসির জন্য অনেক বেশি ধকল হয়ে উঠবে কিনা, সেই প্রশ্নে বার্সেলোনা কোচ জানালেন, অবস্থা বুঝেই নেওয়া হবে ব্যবস্থা।
“মেসি জানে নিজেকে কিভাবে সামলাতে হয়। যদি সে ঝুঁকির আভাস পায়, তাহলে সে-ই প্রথম বলবে, তার বিশ্রাম দরকার।”
“অবশ্যই কিছু খেলোয়াড়কে যত বেশি পাওয়া যায়, তত ভালো। কিন্তু কোনো কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ। কারণ, নিয়ন্ত্রণ না করে যদি সেটা সমস্যায় রূপ নিতে দেওয়া হয়, তাহলে একজন খেলোয়াড়কে চার-পাঁচ ম্যাচের জন্য হারাতে হতে পারে।”
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়