লিগ ফেরার ম্যাচে বেতিসকে হারাল সেভিয়া

লম্বা সময়ের অপেক্ষার অবসান হলো। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত থাকা লা লিগা ফিরল দর্শকশূন্য মাঠে। নতুন শুরুতে রিয়াল বেতিসকে হারিয়ে শুভসূচনা করল সেভিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 10:06 PM
Updated : 12 June 2020, 05:02 AM

নিজেদের মাঠে বৃহস্পতিবার রাতে ২-০ গোলে জেতা সেভিয়া ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

গত ১০ মার্চে সবশেষ লা লিগার ম্যাচ হয়েছিল। ৯৩ দিন পর পুনরায় শুরু হলো স্পেনের শীর্ষ লিগ।

করোনাভাইরাসের থাবায় প্রাণ হারানোদের স্মরণে ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করা হয়। নির্দেশনা অনুযায়ী ডাগ আউটে থাকা খেলোয়াড়, স্টাফদের দেখা গেছে মাস্ক ব্যবহার করতে।

গোলশূন্য প্রথমার্ধে আক্রমণে আধিপত্য করলেও গোল পায়নি সেভিয়া। দশম মিনিটে দুরূহ কোণ থেকে লুকাস ওকাম্পোসের শট পোস্টে লেগে ফিরলে নষ্ট হয় দারুণ একটি সুযোগ।

৫৬তম মিনিটে সফল স্পট কিকে সেভিয়াকে এগিয়ে নেন ওকাম্পোস। ডি-বক্সের ভেতর লুক ডি ইয়ংকে মার্ক বারত্রা ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

চলতি লা লিগায় আর্জেন্টাইন উইঙ্গার ওকাম্পোসের গোল হলো ১১টি। ১৯ গোল নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি।

ছয় মিনিট পর সতীর্থের কর্নারে ওকাম্পোস ব্যাকহিল দিয়ে ফ্লিক করলে বল পেয়ে যান ফের্নান্দেস। হেডে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

আগামী শনিবার নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মায়োর্কার মাঠে খেলতে যাবে বার্সেলোনা। ২৭ রাউন্ডে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিকে সেতিয়েনের দল।

পরের দিন নিজেদের মাঠে এইবারের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিনেদিন জিদানের দল।