বায়ার্নের গোলের রেকর্ড

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে জার্মান কাপের ফাইনালে ওঠার ম্যাচে এক মৌসুমে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছে বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 12:32 PM
Updated : 11 June 2020, 12:32 PM

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে শেষ চারে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে ইভান পেরিসিচ ও রবের্ত লেভানদোভস্কির গোল দুটিতে রেকর্ডটি স্পর্শ করে তারা। ২০১৯-২০ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪৩ ম্যাচে দলটির গোল সংখ্যা হলো ১২৯।

১৯৭২-৭৩ মৌসুমে সমান ১২৯ বার বল জড়িয়ে রেকর্ডটি গড়েছিল জার্মান চ্যাম্পিয়নরা।

১২৯ গোলের ৯০টি হয়েছে বুন্ডেসলিগায়, মাত্র ৩০ ম্যাচে। এর মধ্যে লেভানদোভস্কি একাই করেছেন ৩০ গোল। মৌসুমে তার মোট গোল ৪৫টি।

জার্মান কাপের ফাইনালে আগামী ৪ জুলাই বার্লিনে বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে বায়ার লেভারকুজেনের।