জার্মান কাপের ফাইনালে বায়ার্ন

দলের প্রয়োজনের মুহূর্তে আবারও নিজেকে মেলে ধরলেন রবের্ত লেভানদোভস্কি। এই পোলিশ স্ট্রাইকারের শেষের গোলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে জার্মান কাপের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 06:41 AM
Updated : 11 June 2020, 06:41 AM

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে শেষ চারের ম্যাচে ২-১ গোলে জেতে স্বাগতিকরা। ফাইনালে বর্তমান ও রেকর্ড চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে বায়ার লেভারকুজেনের।

ম্যাচের চতুর্দশ মিনিটে ক্রোয়াট মিডফিল্ডার ইভান পেরিসিচের হেডে এগিয়ে যায় বায়ার্ন। মাঠে একচেটিয়া আধিপত্য করলেও বিরতির আগে আর জালের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধে নিজেদের খেলায় উন্নতি করা আইনট্রাখট ৬৯তম মিনিটে জার্মান ডিফেন্ডার ডি কস্টার গোলে সমতায় ফেরে।

তবে এর পাঁচ মিনিট পরই জসুয়া কিমিচের পাস থেকে জয়সূচক গোলটি করেন লেভানদোভস্কি। শুরুতে অফসাইডের বাঁশি বাঁজালেও পরে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির সাহায্যে গোল দেন রেফারি।

মৌসুমে লেভানদোভস্কির এটি ৩৯ ম্যাচে ৪৫তম গোল।

বুন্ডেসলিগা শিরোপা থেকে আর মাত্র দুটি জয় দূরে থাকা বায়ার্ন এই নিয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ ২১ ম্যাচের ২০টিতেই জিতল।

ফাইনাল হবে আগামী ৪ জুলাই; বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। শেষ চারের আরেক ম্যাচে মঙ্গলবার চতুর্থ সারির ক্লাব সারবুকেনকে ৩-০ গোলে হারায় লেভারকুজেন।