মেসিকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন বার্সা কোচ

মায়োর্কার বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে ওঠা শঙ্কা উড়িয়ে দিলেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। জানালেন, ম্যাচ খেলতে সম্পূর্ণ প্রস্তুত এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2020, 09:52 AM
Updated : 8 June 2020, 03:59 PM

লম্বা বিরতির পর গত সোমবার প্রথমবারের মতো দলীয় অনুশীলনে ফেরে বার্সেলোনা। মেসি প্রথম দুই দিন দলের সঙ্গে অনুশীলন করলেও বুধবার থেকে তাকে দেখা যায়নি। এরপর শুক্রবার দলের আর্জেন্টাইন তারকার ডান ঊরুর মাংসপেশিতে হালকা চোটের খবর দেয় ক্লাব।

পরের দিন নেলসন সেমেদোর সঙ্গে আলাদা হয়ে হালকা অনুশীলন করেন মেসি। সোমবার অনুশীলন করেন পুরো দলের সঙ্গে। মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে সেতিয়েন জানান, এই ফরোয়ার্ডের বর্তমান অবস্থা।

“কেবল মেসি নয়, অন্যান্য খেলোয়াড়রাও হালকা চোটের কারণে অনুশীলন করেনি। বেশ কয়েক জনের এই সমস্যা হয়েছে। লিওর ক্র্যাম্প আছে, তবে গুরুতর নয়।”

“আমার মনে হয়, সে এখন পুরোপুরি ঠিক আছে এবং তার কোনো সমস্যা নেই। বাকি খেলোয়াড়দের বিষয়টাও তাই। দেখা যাক, লিগ কীভাবে এগোয় আর পরিস্থিতি কি দাঁড়ায়।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ প্রায় তিন মাসের বিরতি শেষে আগামী ১১ জুন মাঠে ফিরতে যাচ্ছে লা লিগা। দুই দিন পর রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবে বার্সেলোনা।

লিগে এখনও ১১ রাউন্ডের খেলা বাকি। সব ম্যাচেই অধিনায়ককে চান কাতালান ক্লাবটির কোচ।

“সামনে আমাদের অনেক ম্যাচ আছে আর স্কোয়াডটাও বেশ ছোট। অবশ্যই আমি মেসিকে সব সময় মাঠে চাই।”