মেসির ছোট পরামর্শও পার্থক্য গড়ে দেয়: ডি ইয়ং

খুব সহজেই লিওনেল মেসি ধরে ফেলতে পারেন সমস্যা, তার ছোটখাটো পরামর্শও গড়ে দেয় পার্থক্য। নিজের এই অভিজ্ঞতা থেকে ফ্রেংকি ডি ইয়ংয়ের উপলব্ধি, বার্সেলোনা অধিনায়ক যখন কিছু বলবেন, সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2020, 05:22 PM
Updated : 7 June 2020, 05:40 PM

গত গ্রীষ্মকালীন দলবদলে আয়াক্স থেকে সাড়ে সাত কোটি ইউরোয় কাম্প নউয়ে যোগ দেন ডি ইয়ং। ২৩ বছর বয়সী প্রতিভাবান এই ফুটবলার সম্প্রতি বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জানান, মেসির পরামর্শ তার জন্য কতটা সহায়ক হয়েছে।

ছবি: বার্সেলোনা

“যদি মেসি কিছু বলেন ও পরামর্শ দেন তা গ্রহণ করতে হবে, কারণ তিনি অনেক এগিয়ে থেকে বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি উপদেশ দিলে শুনতে হবে। মাঝে মাঝে তিনি নিচে নেমে বা পাশে সরে গিয়ে খেলতে বলবেন, ব্যাপারটা ছোট, কিন্তু এটা পার্থক্য গড়ে দেয়।”
গত মধ্য মার্চ থেকে স্থগিত থাকা লা লিগা করোনাভাইরাসের ধাক্কা সামাল দিয়ে আগামী ১১ জুন মাঠে ফিরছে। ১৩ জুন রিয়াল মায়োর্কার মাঠে খেলতে যাবেন ডি ইয়ং-মেসিরা।