বুন্ডেসলিগায় সবচেয়ে কম বয়সী গোলদাতা রিটজ

বুন্ডেসলিগায় সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েছেন বায়ার লেভারকুজেনের ফ্লোরাইন রিটজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2020, 10:22 AM
Updated : 7 June 2020, 10:22 AM

জার্মানীর শীর্ষ ফুটবল লিগে শনিবার নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-২ গোলে হারের ম্যাচের শেষ দিকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন রিটজ। এদিন তার বয়স ছিল ১৭ বছর ৩৪ দিন।

এর আগে রেকর্ডটি ছিল ভার্ডার ব্রেমেনের নুরি শাহিনের দখলে। ২০০৫ সালের ২৬ নভেম্বর বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে নুরেমবার্গের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তুরস্কের এই মিডফিল্ডার। তার চেয়ে ৪৮ দিন কম বয়সে রেকর্ডটা নিজের দখলে নিলেন রিটজ।

জার্মানির এই অ্যাটাকিং মিডফিল্ডারের ভূয়সী প্রসংশা করেছেন লেভারকুজেনের স্পোর্টিং ডিরেক্টর সাইমন রলফ।

“জার্মানির সে দারুণ এক প্রতিভা, ভালো ফুটবলার এবং তার টেকনিক অসাধারণ। বল নিয়ে এগিয়ে যেতে সে দক্ষ। বলে তার প্রথম ছোঁয়াটা দারুণ, খুবই ভালো। গোলও যে করতে পারে, সেটা তো দেখলেনই।”