সেরি আয়ও ৫ বদলি

সেরি আ মৌসুমের বাকি ম্যাচগুলোয় প্রতিটি দলকে ম্যাচে পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর অনুমতি দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 11:47 AM
Updated : 6 June 2020, 12:20 PM

সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

করোনাভাইরাসের কারণে লম্বা বিরতির পর ফুটবল মৌসুম শুরু হলে ঠাসা সূচিতে বাড়তে পারে ফুটবলারদের চোট। সেই ভাবনায় আপাতত বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার ফিফার প্রস্তাব গত মাসের শুরুতে অনুমোদন দেয় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের ওপর।

গত মাসে মাঠে ফেরা জার্মান বুন্ডেসলিগা ইউরোপের প্রথম কোনো শীর্ষ লিগ হিসেবে এই নিয়ম কার্যকর করে। একই সুবিধা নেওয়ার ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ।

গত ৯ মার্চ থেকে বন্ধ থাকা সেরি আ মৌসুম আবার শুরু হবে আগামী ২০ জুন, শেষ করতে হবে ২ অগাস্টের মধ্যে।

২০ দলের এই প্রতিযোগিতায় ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ও প্রতিযোগিতার সফলতম দল ইউভেন্তুস। সমান ম্যাচে ১ পয়েন্ট পিছিয়ে লাৎসিও।

এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার মিলান। চারে থাকা আতালান্তার পয়েন্ট ৪৮।