মাস্ক ছাড়া নরসুন্দরের কাছে চুল কাটায় ফুটবলারের শাস্তি

সামাজিক দুরত্ব মেনে চলাচলের ওপর বিধিনিষেধের মাঝে নরসুন্দরের কাছে চুল কাটানোয় নেই কোনো আপত্তি, তবে মাস্ক না পরাতেই যত বিপত্তি। এই স্বাস্থ্যবিধি না মানার দায়ে বরুশিয়া ডর্টমুন্ডের জেডন স্যানচো ও মানুয়েল আকানিকে জরিমানা করেছে জার্মান ফুটবল লিগ (ডিএফএল)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 04:30 PM
Updated : 5 June 2020, 04:37 PM

করোনাভাইরাস পরিস্থিতিতে অনেক নিয়মের ঘেরাটোপে গত ১৬ মে শুরু হয়েছে বুন্ডেসলিগা। সম্প্রতি লিগ কর্তৃপক্ষের বেঁধে দেওয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম ভেঙেছিলেন এই দুজন।

জরিমানার পরিমাণ অবশ্য জানানো হয়নি।

দারুণ পারফরম্যান্সে পাদপ্রদীপের আলোয় উঠে আসা স্যানচো ও সুইস ডিফেন্ডার আকানিসহ ডর্টমুন্ডের মোট ছয় জন ফুটবলার নরসুন্দর ডেকে এনে চুল কাটান। এরপর তাদের কয়েক জনের সঙ্গে ছবি তোলার অনুরোধ জানান ওই নরসুন্দর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদ করে গণমাধ্যমের শিরোনাম হন ২০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড স্যানচো।

এজন্য অবশ্য কোনো শাস্তি পেতে হবে না তাকে। কারণ জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে বাধা নেই ফুটবলারদের।