হিগুয়াইনকে নিয়ে শঙ্কা

করোনাভাইরাস পরিস্থিতিতে মৌসুম আবার শুরু করার আগে একটা ধাক্কা খেল ইউভেন্তুস। দলীয় অনুশীলনের সময় পায়ের মাংশপেশিতে চোট পেয়েছেন গনসালো হিগুয়াইন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 07:00 PM
Updated : 4 June 2020, 07:00 PM

দলের আর্জেন্টাইন স্ট্রাইকারের চোটের বিষয়টি বৃহস্পতিবার টুইট করে জানায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

“আজকের (বৃহস্পতিবার) অনুশীলন চলাকালীন সময় হিগুয়াইন ডান পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন।… সামনের দিনগুলোতে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।”

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে তাই কোপা ইতালিয়ার সেমি-ফাইনালের ফিরতি লেগে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আগামী ১২ জুন নিজেদের মাঠে হতে পারে ম্যাচটি, প্রতিপক্ষ এসি মিলান। গত ফেব্রুয়ারির প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

করোনাভাইরাসের প্রভাবে প্রায় তিন মাস স্থগিতের পর দর্শকশূন্য মাঠে আগামী ২২ জুন ফিরবে ইতালিয়ান সেরি আ। ১৭ জুন হবে কোপা ইতালিয়ার ফাইনাল।

চলতি মৌসুমে ২৩ ম্যাচে পাঁচ গোল করেছেন এক সময় রিয়াল মাদ্রিদে খেলা হিগুয়াইন।