কস্তার ৬ মাসের কারাদণ্ড

কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দিয়েগো কস্তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে মাদ্রিদের আদালত। তবে জেলে যাওয়ার পরিবর্তে ৩৬ হাজার ইউরো জরিমানা দিয়ে পার পাচ্ছেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 03:49 PM
Updated : 4 June 2020, 03:49 PM

ব্রাজিলে জন্ম নেওয়া কস্তা জরিমানা দিতে রাজি হয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম এল মুন্দো।

স্পেনের আইন অনুযায়ী অহিংস অপরাধের কারণে দুই বছরের নিচে জেল হলে এর পরিবর্তে জরিমানা দিয়ে পার পাওয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগ নিচ্ছেন কস্তা।

কারাদণ্ডের বদলে আগামী এক বছর দৈনিক ১০০ ইউরো করে জরিমানা দিতে হবে তাকে। এই হিসাবে বছরে কস্তাকে জরিমানা গুনতে হবে ৩৬ হাজার ইউরোর কিছু বেশি।

২০১৪ সালের গ্রীষ্মকালীন দল-বদলে চেলসিতে নাম লেখানোর সময় ৫১ লাখ ৫০ হাজার ইউরো আয় লুকিয়ে ১১ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে কস্তার বিরুদ্ধে।