নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে, বলছেন ম্যানচেস্টার সিটির কোচ।
তাহসিন তাজওয়ার জিয়া
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের সাতটি জোনের ১১ টি দেশের পাঁচ জন গ্র্যান্ডমাস্টার ও ছয় জন ইন্টারন্যাশনাল মাস্টারসহ বাছাইকৃত ২১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ফাহাদ নিউ জিল্যান্ডের দুজন এবং ভারত ও শ্রীলংকার একজন করে প্রতিযোগীকে হারান। ড্র করেন ভারতের আরেক দাবাড়ুর সঙ্গে।
বাংলাদেশ দাবা ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানায়, উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার আব্দুসাত্তারভ নদিরবেগ ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন।