ইনিয়েস্তার আদর্শ ‘লাউড্রপ ও গুয়ার্দিওলা’

বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ ভুরিভুরি শিরোপা জেতা আন্দ্রেস ইনিয়েস্তা জানালেন তার আদর্শ খেলোয়াড় দুজন। যাদের দেখে বেড়ে উঠেছেন। হয়েছেন মিডফিল্ডের একজন আদর্শ খেলোয়াড়ও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 06:02 PM
Updated : 3 June 2020, 06:02 PM

রয়টার্স প্রকাশিত ভিডিওতে বর্তমানে জাপানের দল ভিসেল কোবের হয়ে খেলা ইনিয়েস্তা জানান, ডেনমার্কের মাইকেল লাউড্রপ ও স্পেনের পেপ গুয়ার্দিওলা-এ দুজনই ছিলেন তার আইডল।

“সবসময় আমার আদর্শ মাইকেল লাউড্রপ ও পেপ গুয়ার্দিওলা। এ দুজনের খেলাই আমি সবচেয়ে বেশি দেখতাম; তাদের স্টাইলে নিজের ভিত তৈরি করতে সবচেয়ে বেশি চেষ্টা করতাম।”

“নিজের স্টাইল রাখার সঙ্গে তাদেরগুলো যত বেশি সম্ভব অনুসরণ করতাম। যখন আমি তরুণ ছিলাম, একজন খেলোয়াড় হিসেবে এই দুজনকেই সবচেয়ে বেশি দেখতাম।”

লা মাসিয়াতে বেড়ে ওঠা ইনিয়েস্তা ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনার মূল দলে খেলেছেন। ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দল স্পেনের হয়ে জিতেন ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরোর শিরোপা।