‘ওয়ান-ক্লাব ম্যান’ অ্যাওয়ার্ড পেলেন গিগস

আথলেতিক বিলবাওয়ের দেওয়া এ বছরের ‘ওয়ান-ক্লাব ম্যান’ অ্যাওয়ার্ড পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ফুটবলার রায়ান গিগস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 03:30 PM
Updated : 3 June 2020, 04:10 PM

২০১৫ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে লা লিগার দলটি। ক্যারিয়ারের পুরো সময় যারা একটি ক্লাবে কাটিয়ে দিয়েছেন তারাই এই পুরস্কারের জন্য বিবেচিত হন।

সাবেক ওয়েলস তারকা গিগস ১৯৯১ থেকে ২০১৪ পর্যন্ত ২৪ বছরের ক্লাব ক্যারিয়ারে ওল্ড ট্রাফোর্ডের দলের হয়ে খেলেন ৯৬৩টি ম্যাচ। ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটির হয়ে ১৩টি প্রিমিয়ার লিগসহ জিতেছেন ৩৬টি শিরোপা।

বর্তমানে ওয়েলস জাতীয় দলের কোচের ভূমিকায় থাকা গিগস দেশের হয়ে খেলেছেন ৬৪টি ম্যাচ।

গিগসের আগে এই পুরস্কার জিতেছেন টটেনহ্যাম হটস্পারের সাবেক ইংলিশ মিডফিল্ডার ম্যাট লি সিসিয়ার, বায়ার্ন মিউনিখের সাবেক জার্মান গোলরক্ষক সেপ মায়ার, বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার কার্লোস পুয়োল ও সেল্টিকের স্কটিশ ডিফেন্ডার বিলি ম্যাকনেইল।