দুই গোল করিয়ে ও একটি করে জয়ের নায়ক কেভিন ডে ব্রুইনে।
অনেকদিন ধরে গুঞ্জন চলছে, ইন্টার মিলান ছেড়ে কাম্প নউয়ে পাড়ি জমাতে পারেন মার্তিনেস। কিছুদিন আগে ইতালিয়ান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর পিয়েরো অসিলিও জানান, মার্তিনেসের রিলিজ ক্লজ মিটিয়েই কেবল তাকে পেতে পারে বার্সেলোনা।
“ইন্টারের ইচ্ছা লাউতারোকে ধরে রাখা। সে অনেক সম্ভাবনাময় একজন খেলোয়াড়। তবে সবকিছু নির্ভর করছে খেলোয়াড়ের চাওয়ার ওপর।”
“লাউতারো ইন্টারে খুব স্বাচ্ছন্দ্যে আছে। শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে বার্সেলোনার প্রস্তাবের ওপর। লিওর পাশে খেলতে চাওয়া যেকোনো উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়ের জন্য সবসময় অনুপ্রেরণার।”