‘মেসির পাশে খেলতে বার্সায় যেতে পারে মার্তিনেস’

লাউতারো মার্তিনেস ইন্টার মিলানে সুখে আছেন বলে জানিয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি মাস্সিমো মোরাত্তি। তবে বার্সেলোনায় লিওনেল মেসির পাশে খেলার তাড়না মার্তিনেসকে সেরি আর ক্লাব ছাড়তে প্ররোচিত করতে পারে বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 02:48 PM
Updated : 3 June 2020, 02:48 PM

অনেকদিন ধরে গুঞ্জন চলছে, ইন্টার মিলান ছেড়ে কাম্প নউয়ে পাড়ি জমাতে পারেন মার্তিনেস। কিছুদিন আগে ইতালিয়ান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর পিয়েরো অসিলিও জানান, মার্তিনেসের রিলিজ ক্লজ মিটিয়েই কেবল তাকে পেতে পারে বার্সেলোনা।

২২ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এরই মধ্যে জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন। সম্প্রতি রেডিও কাতালুনিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেসের বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন মোরাত্তি।

“ইন্টারের ইচ্ছা লাউতারোকে ধরে রাখা। সে অনেক সম্ভাবনাময় একজন খেলোয়াড়। তবে সবকিছু নির্ভর করছে খেলোয়াড়ের চাওয়ার ওপর।”

“লাউতারো ইন্টারে খুব স্বাচ্ছন্দ্যে আছে। শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে বার্সেলোনার প্রস্তাবের ওপর। লিওর পাশে খেলতে চাওয়া যেকোনো উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়ের জন্য সবসময় অনুপ্রেরণার।”