অনুশীলন মাঠে খেলবে রিয়াল

দর্শক ছাড়া ফুটবল ম্যাচ অনেকের কাছে অনুশীলন। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের এটা আরও বেশি মনে হতে পারে। যে মাঠে অনুশীলন করেন, তারা যে খেলবেন সেই মাঠেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 08:46 AM
Updated : 1 June 2020, 02:16 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রায় লাখ দর্শকের সামনেই খেলতে অভ্যস্ত রিয়াল মাদ্রিদ। কিন্তু করোনা পরিস্থিতি আর মূল মাঠের আধুনিকীকরণের কাজ চলায় তা আর হচ্ছে না। রিয়াল তাই হোম ম্যাচ খেলবে আলফ্রেদ দি স্তেফানো স্টেডিয়ামে।

ক্লাব কিংবদন্তি দি স্তেফানোর নামে অনুশীলন কেন্দ্রের মাঠের নামকরণ করেছে রিয়াল। ছয় হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এ মাঠে খেলা হয় রিয়ালের ‘বি’ দলের।

পুনরায় লিগ শুরু হওয়ার পর আগামী ১৪ জুন এইবারের বিপক্ষে নিজেদের প্রথম হোম ম্যাচ এ মাঠেই খেলবে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লা লিগার খেলাগুলো হবে দর্শকশূন্য মাঠে।

যেহেতু মাঠে দর্শক আসতে পারবে না, এই সুযোগ রিয়াল কাজে লাগাচ্ছে অন্যভাবে। সান্তিয়াগো বের্নাবেউয়ের আধুনিকীকরণ ও সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে তারা। তাই লিগের বাকি ম্যাচগুলো ট্রেনিং সেন্টার মাঠে খেলতে পারে রিয়াল।