বার্সার ম্যাচ ১৩ জুন, পরের দিন রিয়ালের

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে থাকা লা লিগা পুনরায় শুরু হচ্ছে আগামী ১১ জুন। আপাতত লা লিগা কর্তৃপক্ষ দুই রাউন্ডের সূচি দিয়েছে। সূচি অনুযায়ী বার্সেলোনার প্রথম ম্যাচ ১৩ জুন। রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ১৪ জুন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 07:33 AM
Updated : 1 June 2020, 07:33 AM

গত মার্চের মাঝামাঝি স্থগিত হয়ে যাওয়ার লিগের বাকি আছে ১১ রাউন্ডের খেলা। রিয়ালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
 
আগামী ১১ জুন রিয়াল বেতিস-সেভিয়া ম্যাচ দিয়ে পুনরায় শুরু লিগ হবে। দুই দিন পর রিয়াল মায়োর্কার মাঠে খেলতে যাবে বার্সেলোনা। নিজেদের মাঠ কাম্প নউয়ে বার্সেলোনা পুনরায় শুরু হওয়া লিগে প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন; প্রতিপক্ষ লেগানেস।
 
রিয়াল পর পর দুটি ম্যাচ খেলবে নিজেদের মাঠে। ১৪ জুন এইবারের বিপক্ষে খেলার চার দিন পর ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে জিনেদিন জিদানের দল।
 
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে দ্বিতীয় লিগ হিসেবে লা লিগা মাঠে গড়াচ্ছে। এরই মধ্যে পুনরায় শুরু হয়েছে জার্মানির বুন্ডেসলিগার খেলা। ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ১৭ জুন। ২০ জুন শুরুর কথা ইতালির শীর্ষ লিগ সেরি-আ।
 
ফ্রান্সের লিগ ওয়ানের বাকি খেলাগুলো বাতিল করে দিয়ে এরই মধ্যে পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।