গুতিয়েরেসকে নিয়ে জিদানকে গোরদোর পরামর্শ

বয়সভিত্তিক দল থেকে রিয়াল মাদ্রিদের মূল দলে মিগুয়েল গুতিয়েরেসকে ডেকেছেন জিনেদিন জিদান। অনুশীলনের সুযোগ দিয়েছেন মার্সেলো-বেনজমাদের সঙ্গে। স্পেনের অনূর্ধ্ব-১৭ দলের কোচ দাভিদ গোরদো চান, ম্যাচে যেন নিজেকে প্রমাণের সুযোগ পান গুতিয়েরেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 09:10 AM
Updated : 31 May 2020, 09:10 AM

রিয়ালের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে চলতি মৌসুমে আলো ছড়িয়েছেন তিনি। ভালো করেছেন স্পেনের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও। দিওয়ারিও এএসকে দেওয়া সাক্ষাৎকারে গুতিয়েরেসকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান গোরদো।

“যদি রিয়াল তাকে ম্যাচ এবং খেলার যথেষ্ট সময় দেয়, তাহলে সে শীর্ষ পর্যায়ের অন্যতম লেফট উইঙ্গার হয়ে উঠবে। রিয়ালের লেফট উইংয়ে খেলার সব ধরনের সক্ষমতা সে দেখিয়েছে। শীর্ষ পর্যায়ের খেলোয়াড় হওয়ার জন্য সে প্রস্তুত। আমি নিশ্চিত, তার সামনে দারুণ ভবিষ্যৎ রয়েছে।”

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে থাকা লা লিগা শুরু হলে বিভিন্ন পজিশনে খেলার সামর্থ্য থাকা গুতিয়েরেস লেফট ব্যাক হিসেবে মার্সেলো এবং ফেরলঁদ মঁদি কাভার হতে পারেন বলে মনে করে গোরদো।  

২০১১ সালে অনূর্ধ্ব-১১ দল দিয়ে রিয়ালের সঙ্গের যুক্ত হন গুতিয়েরেস। এরপর থেকে মাদ্রিদের দলটিতেই আছেন তিনি।