সেরি আ ফেরার আগে কোপা ইতালিয়ার ফাইনাল

কোপা ইতালিয়ার শেষ ধাপ দিয়ে শুরু হবে ইতালিয়ান ফুটবল মৌসুম। এরপর মাঠে ফিরবে দেশটির শীর্ষ লিগ সেরি আ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 11:01 AM
Updated : 30 May 2020, 11:19 AM

লিগের ২০টি ক্লাব শুক্রবারের বৈঠকে এ ব্যাপারে একমত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। লিগ শুরু হবে ২০ জুন। এর আগে ১৭ জুন হবে কোপা ইতালিয়ার ফাইনাল।

এই প্রতিযোগিতার সেমি-ফাইনালের ফিরতি লেগের সূচি অবশ্য জানানো হয়নি। নাপোলি ও ইন্টার মিলান এবং ইউভেন্তুস ও এসি মিলানের ফিরতি লেগের খেলা এখনও বাকি।

গত বৃহস্পতিবার ইতালির সরকারের পক্ষ থেকে সেরি আ মাঠে ফেরানোর সবুজ সংকেত আসার পর এলো লিগ কর্তৃপক্ষের সিদ্ধান্তের খবর।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ৯ মার্চ থেকে স্থগিত আছে সেরি আ। এ মাসের শুরুতে একক পর্যায়ে অনুশীলনে ফেরে ক্লাবগুলো। গত সপ্তাহে শুরু হয়েছে গ্রুপ অনুশীলন।

২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে টানা নবম শিরোপার দৌড়ে থাকা ইউভেন্তুস। সমান ম্যাচে তাদের চেয়ে কেবল ১ পয়েন্টে পিছিয়ে দুইয়ে আছে লাৎসিও।