চলে গেলেন ‘আবাহনীর হেলাল’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2020 01:55 PM BdST Updated: 30 May 2020 04:33 PM BdST
অসুস্থতা ছিল দীর্ঘদিন ধরে। ওপেন হার্ট সার্জারি করানো হয়েছিল। সমস্যা ছিল কিডনিতেও। কদিন আগে আবার ব্রেন স্ট্রোক করায় ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। শেষ পর্যন্ত জীবনের সঙ্গে কঠিন এই লড়াইয়ে পেরে ওঠেননি গোলাম রব্বানী হেলাল। সাবেক এই ফুটবলার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
গত বৃহস্পতিবার ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলেন ‘আবাহনীর হেলাল’ নামে পরিচিত এই সাবেক তারকা। শনিবার দুপুরে (১২টার দিকে) মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
হেলালের মৃত্যু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন আবাহনীর সাবেক ফুটবলার ও বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, “একটু আগেই ক্লাব থেকে ফোন করে হেলালের মৃত্যুর কথা জানাল।”
বরিশাল থেকে উঠে আসা হেলাল ক্লাব ক্যারিয়ারে ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত খেলেছেন আবাহনীতে। এর মাঝে কিছুদিন ছিলেন বিজেএমসিতে। ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ পর্যন্ত খেলেছেন জাতীয় দলে জার্সি গায়ে।
ফুটবল ক্যারিয়ার শেষের পর হয়েছিলেন আবাহনীর পরিচালক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্যও ছিলেন তিনি।
ঘরোয়া ফুটবলে হেলাল অবশ্য আলোচিত হয়ে আছেন আরও একটি কারণে। ১৯৮২ সালে আবাহনী ও মোহামেডানের খেলায় গোলযোগের কারণে আবাহনীর চারজন ফুটবলারকে জেল ও জরিমানা হয়েছিল।
আশরাফউদ্দিন চুন্নু, কাজী আনোয়ার ও কাজী সালাউদ্দিনের সঙ্গে হেলালকে ১৮ দিন জেলে থাকতে হয়েছিল, যা দেশের ফুটবলের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে আছে।
কদিন আগে ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন সত্তর দশকে ভিক্টোরিয়া ক্লাবে ফুটবল খেলোয়াড় নুর ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি