‘মার্তিনেসকে না নিয়ে নেইমারকে ফেরাতাম’

বড় অঙ্কের অর্থ ব্যয়ে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেসকে দলে আনার চেয়ে নেইমারকে ফেরানোর পক্ষে সান্দ্রো রোসেল। কারণ বার্সেলোনার সাবেক সভাপতির দৃষ্টিতে লিওসেল মেসির পর নেইমার-ই দ্বিতীয় সেরা ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2020, 04:43 PM
Updated : 29 May 2020, 04:43 PM

মার্তিনেসকে পেতে রিলিজ ক্লজের পুরো ১১ কোটি ১০ লাখ ইউরো দিতে হবে, সাফ জানিয়ে দিয়েছেন ইতালির দলটির স্পোর্টিং ডিরেক্টর পিয়েরো অসিলিও।

মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনার ফুটবল দর্শনের সঙ্গে নেইমার মানাসই বলেও মন্তব্য করেন রোসেল।

“আমি যদি বার্সেলোনার সভাপতি হতাম, নেইমারকে আনার চেষ্টা করতাম। মেসির পর সে-ই বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবলার এবং বার্সেলোনার দর্শনের সঙ্গে সে মানানসই।”

রোসেলই বার্সেলোনার সভাপতি থাকাকালীন সময়ে ২০১৩ সালে সান্তোস থেকে ব্রাজিলিয়ান তারকাকে কাম্প নউয়ে এনেছিলেন। নেইমারকে আনা সংক্রান্ত চুক্তির আর্থিক লেনদেনের ঝামেলার অভিযোগে তাকে পদও ছাড়তে হয়েছিল।

২২ কোটি ২০ লাখ ইউরোতে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে তিন বছর আগে হঠাৎই পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন রয়েছে।

তবে ব্রাজিলিয়ান তারকার ব্যবহারে সন্তুষ্ট নন রোসেল। সম্ভব হলে এই ব্যাপারটাও তিনি চুক্তির আওতায় আনার পক্ষে।

“অভিজ্ঞতা থেকে বলছি, আমি তার সঙ্গে দুটি চুক্তি করতাম, একটি খেলাধুলা এবং অন্যটি ক্লাবের প্রতি তার অঙ্গীকার।”

মার্তিনেস আলোচনায় আসার পর নেইমারের কাতালান দলটিতে ফেরা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অনেকে মনে করেন। নেইমারের পাশাপাশি মার্তিনেসকেও বার্সেলোনায় দেখতে চান রোসেল, তবে এত চড়া মূল্যে নয়।

“আমি লাউতারোকে ১১১ মিলিয়ন ইউরোয় কিনতে চাইব না কিন্তু আমি বিনিময় করার জন্য দুজন খেলোয়াড়ের খোঁজ করব।”