‘রিলিজ ক্লজ মিটিয়ে পেতে হবে মার্তিনেসকে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2020 09:41 PM BdST Updated: 28 May 2020 09:41 PM BdST
-
ছবি: ইন্টার মিলান
-
ছবি: ইন্টার মিলান
লাউতারো মার্তিনেসকে পেতে বার্সেলোনাকে সরল পথ দেখিয়ে দিল ইন্টার মিলান। ইতালির দলটির স্পোর্টিং ডিরেক্টর পিয়েরো অসিলিও জানিয়েছেন, মার্তিনেসের রিলিজ ক্লজ মিটিয়েই কেবল তাকে পেতে পারে বার্সেলোনা।
ইন্টার মিলানের সঙ্গে মার্তিনেসের চুক্তির মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত, রিলিজ ক্লজ ১১ কোটি ১০ লাখ ইউরো। স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অসিলিও জানান, বার্সেলোনার সামনে এখন কেবল একটাই পথ খোলা।
“লাউতারোর জন্য অনেক ক্লাব আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহী একটি ক্লাব, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। আমি লুকাবো না, ক্লাবটি হলো বার্সেলোনা।”

ছবি: ইন্টার মিলান
বার্সেলোনার আর্থিক অবস্থা আগে থেকেই খারাপ। দা সানের গত বছরের জুনের এক প্রতিবেদন অনুযায়ী, কয়েক মৌসুমে অনেক খেলোয়াড় কেনায় এবং তাদের বেতন-ভাতা ও ক্লাবের আনুষঙ্গিক খরচ চালাতে গিয়ে ৯১ কোটি ইউরোর বেশি ঋণী হয়ে পড়েছে ক্লাবটি। করোনাভাইরাস পরিস্থিতিতে তা হয়েছে আরও নাজুক। মার্তিনেসকে কেনার অর্থ যোগাড় করা কঠিন হতে পারে স্প্যানিশ চ্যাম্পিয়নদের জন্য।
২০১৮ সালে আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে ইন্টার মিলানে যোগ দেওয়ার পর ৬৬ ম্যাচে ২৫ গোল করেছেন মার্তিনেস। এর মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চলতি মৌসুম স্থগিত হওয়ার আগে তরুণ এই স্ট্রাইকার ৩১ ম্যাচে করেন ১৬ গোল।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
টিভিতে আজ
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল