‘রিলিজ ক্লজ মিটিয়ে পেতে হবে মার্তিনেসকে’

লাউতারো মার্তিনেসকে পেতে বার্সেলোনাকে সরল পথ দেখিয়ে দিল ইন্টার মিলান। ইতালির দলটির স্পোর্টিং ডিরেক্টর পিয়েরো অসিলিও জানিয়েছেন, মার্তিনেসের রিলিজ ক্লজ মিটিয়েই কেবল তাকে পেতে পারে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 03:41 PM
Updated : 28 May 2020, 03:41 PM

ইন্টার মিলানের সঙ্গে মার্তিনেসের চুক্তির মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত, রিলিজ ক্লজ ১১ কোটি ১০ লাখ ইউরো। স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অসিলিও জানান, বার্সেলোনার সামনে এখন কেবল একটাই পথ খোলা।

“লাউতারোর জন্য অনেক ক্লাব আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহী একটি ক্লাব, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। আমি লুকাবো না, ক্লাবটি হলো বার্সেলোনা।”

ছবি: ইন্টার মিলান

“এবং আমি জানি, বার্সেলোনা আমাদের ব্যাপারগুলো সম্পর্কে ভালোভাবে জানে। লাউতারো মার্তিনেসকে বিক্রির কোনো ইচ্ছা ইন্টারের নেই। এরপরও তাকে পেতে হলে, আমি আবারও বলছি, রিলিজ ক্লজের পুরো অর্থ দিতে হবে।”

বার্সেলোনার আর্থিক অবস্থা আগে থেকেই খারাপ। দা সানের গত বছরের জুনের এক প্রতিবেদন অনুযায়ী, কয়েক মৌসুমে অনেক খেলোয়াড় কেনায় এবং তাদের বেতন-ভাতা ও ক্লাবের আনুষঙ্গিক খরচ চালাতে গিয়ে ৯১ কোটি ইউরোর বেশি ঋণী হয়ে পড়েছে ক্লাবটি। করোনাভাইরাস পরিস্থিতিতে তা হয়েছে আরও নাজুক। মার্তিনেসকে কেনার অর্থ যোগাড় করা কঠিন হতে পারে স্প্যানিশ চ্যাম্পিয়নদের জন্য।

২০১৮ সালে আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে ইন্টার মিলানে যোগ দেওয়ার পর ৬৬ ম্যাচে ২৫ গোল করেছেন মার্তিনেস। এর মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চলতি মৌসুম স্থগিত হওয়ার আগে তরুণ এই স্ট্রাইকার ৩১ ম্যাচে করেন ১৬ গোল।