৭০ কোটি ইউরো ক্ষতির মুখে সেরি আ

করোনাভাইরাসের প্রার্দুভাবে বড় ক্ষতির মুখে ইতালির ফুটবল। স্থগিত থাকা সেরি আ চলতি মৌসুমে পুনরায় শুরু করতে না পারলে ৭০ কোটি ইউরোরও বেশি ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 10:38 AM
Updated : 28 May 2020, 11:57 AM

করোনাভাইরাসের জন্য গত মার্চ মাস থেকে স্থগিত হয়ে আছে সেরি আ। একারণে এরই মধ্যে ৫০ কোটিরও বেশি ইউরো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গ্রাভিনা।

আগামী ১৩ জুন থেকে সেরি আ শুরুর ব্যাপারে ইতালির ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে এফআইজিসি। এর আগে আর্থিক ক্ষতির সম্ভাবনা নিয়ে রিপার্তা ইতালিয়ার সঙ্গে কথা বলেন সংস্থাটির সভাপতি। পেশাদার ফুটবল মাঠে ফেরাতে নিরাপদ পরিবেশ তৈরি করা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার কথা জানান তিনি।

“শুধুমাত্র মাঠে খেলা ফিরিয়ে আমরা রাজস্ব হারানো এড়াতে পারি। নইলে ক্ষতির অঙ্ক ৭০ কোটি ইউরো ছাড়িয়ে যেতে পারে। কোভিড-১৯ মহামারীর লকডাউনের কারণে এরই মধ্যে ৫০ কোটি ইউরোর বেশি ক্ষতি হয়েছে।”