কোপা আমেরিকা পেছানোয় হতাশ মেসি

এ বছরের কোপা আমেরিকা নিয়ে দারুণ রোমাঞ্চিত ছিলেন লিওনেল মেসি। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি পিছিয়ে যাওয়ায় তাই তিনি ভীষণ হতাশ। তবে বাস্তবতাও ভালোমতো বুঝতে পারছেন আর্জেন্টিনা অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 10:19 AM
Updated : 28 May 2020, 10:28 AM

অ্যাডিডাসের জন্য নিজের লেখা কলামে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন মেসি। সেখানেই জানান কোপা পিছিয়ে যাওয়ার হতাশার কথা।

“কোপা আমেরিকা পিছিয়ে দেওয়াটা ছিল প্রচণ্ড হতাশার, তবে এটাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।”

“এ বছরের কোপা আমার জন্য বড় একটা ইভেন্ট হতো। টুর্নামেন্টটি আবারও খেলতে উদগ্রীব ছিলাম। টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়ার খবর আমার জন্য খুব কঠিন ছিল। তবে জরুরি পরিস্থিতিটা আমি বেশ বুঝতে পারছি।”

বার্সেলোনার হয়ে অনেক সাফল্য পেলেও জাতীয় দলের হয়ে কিছুই জেতা হয়নি মেসির। তিনবার কোপা আমেরিকার ফাইনালে ও একবার বিশ্বকাপ ফাইনালে খেলেও জিততে পারেননি শিরোপা।