‘রিয়াল এগিয়ে থাকলে লিগ শেষ হয়ে যেত’

অদ্ভূত এক অভিযোগ তুলেছেন বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান গাসপার্তে। দুই মাসের বেশি সময় ধরে স্থগিত থাকা লা লিগায় শীর্ষে আছে বার্সেলোনা। কঠিন পরিস্থিতিতেও চলছে লিগ শুরুর প্রস্তুতি। তবে রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকার শীর্ষে থাকলে নাকি এই মৌসুমে লিগ আর শুরু হতো না, দাবি গাসপার্তের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 09:32 AM
Updated : 28 May 2020, 10:28 AM

আগামী মাসের মাঝামাঝি সময়ে লা লিগা মাঠে ফেরানোর প্রক্রিয়া চলছে। রিয়ালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সেলোনা। এখনও ১১ রাউন্ডের খেলা বাকি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য মার্চে স্থগিত করা হয় লিগ। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত বার্সেলোনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা গাসপার্ত তারতুলিয়াকে বলেন, লিগ বন্ধ হওয়ার সময় রিয়াল এগিয়ে থাকলে এখন চিত্র সম্পূর্ণ ভিন্ন হতো।

“যদি লিগ স্থগিত হওয়ার আগে মাদ্রিদ চূড়ায় থাকত, তাহলে লিগ শেষ হয়ে যেত।”