চলে গেলেন অস্ট্রেলিয়ান টেনিস গ্রেট কুপার

না ফেরার দেশে চলে গেলেন সাবেক অস্ট্রেলিয়ান টেনিস গ্রেট অ্যাশলি কুপার। গত শতকের পঞ্চাশের দশকে চারটি একক গ্র্যান্ড স্ল্যাম জয়ী কুপার দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 02:37 PM
Updated : 22 May 2020, 03:17 PM

অস্ট্রেলিয়ান টেনিস ফেডারেশন এক বিবৃতিতে কুপারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৫৮ সালে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ, উইম্বলডন ও ইউএস ন্যাশনালস জেতেন কুপার। এক পঞ্জিকাবর্ষে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ১১ জন খেলোয়াড়ের একজন তিনি।

১৯৫৭ সালে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপে নিয়াল ফ্রেসারকে হারিয়ে জেতেন তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। পরের বছর উইম্বলডনও জেতেন স্বদেশি ফ্রেসারকে হারিয়ে। তারা দুজন ছিলেন খুব ভালো বন্ধু।

ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া কুপার ১৯৯১ সালে আন্তর্জাতিক টেনিসের ‘হল অব ফেমে’ জায়গা করে নেন। চারটি গ্র্যান্ড স্ল্যাম ডাবলসও জিতেছিলেন তিনি। যার তিনটিতেই তার সঙ্গী ছিলেন ফ্রেসার। ১৯৫৭ সালে অস্ট্রেলিয়াকে ডেভিস কাপ জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

১৯৫৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর রাজ্যের টেনিস পরিচালনা পর্ষদে যোগ দেন কুপার। এক দশক কাজ করেছেন জাতীয় পর্যায়ে।