অনুশীলনে লিভারপুল: স্কুলে প্রথম দিনের অনুভূতি ক্লপের

দলের খেলোয়াড়দের আবার অনুশীলনে পেয়ে খুশি ইয়ুর্গেন ক্লপ। লম্বা সময় পর ফুটবলের সবুজ গালিচায় ফিরে লিভারপুল কোচের মনে হয়েছে, এ যেন স্কুলে প্রথম দিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2020, 04:54 PM
Updated : 20 May 2020, 04:54 PM

করোনাভাইরাস লকডাউনের পর বুধবার ছোট দলে ভাগ হয়ে দূরত্ব বজায় রেখে প্রথমবারের মতো অনুশীলন করে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।

গত ১৩ মার্চ থেকে স্থগিত থাকা লিগে বাকি আছে ৯২টি ম্যাচ।

অনুশীলনের পর লিভারপুলের ওয়েবসাইটে অনুশীলনের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ননা করেন ক্লপ।

“স্বাভাবিকের চেয়ে আমি আগে ঘুম থেকে উঠেছিলাম এবং এরপর আমি উপলব্ধি করলাম, এটা আমার প্রথম দিন। অনুভূতিটা ছিল স্কুলে প্রথম দিনের মতো-আমার জন্য এটা ছিল ৪৬ বছর আগের, তবে অনুভূতিটা অবশ্যই একই রকম ছিল।”

৩০ বছর পর লিগ শিরোপা জয়ের খুব কাছে লিভারপুল। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে ‘অল রেড’ নামে পরিচিত দলটি। বাকি ৯ ম্যাচের মধ্যে দুটি জিতলেই অন্য হিসাব ছাড়াই শিরোপা নিশ্চিত হয়ে যাবে ক্লপের দলের।