৭২ দিন পর ক্লাবের অনুশীলনে রোনালদো

এ মাসের শুরুতে তুরিনে ফিরে ১৪ দিন সেলফ আইসোলেশনে কাটিয়ে ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন ইউভেন্তুস তারকা রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2020, 01:28 PM
Updated : 19 May 2020, 01:28 PM

একটি কালো গাড়িতে করে মঙ্গলবার ক্লাবের অনুশীলন মাঠে আসেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

ইতালিতে ‘লকডাউন’ চলার সময়ে বান্ধবী ও সন্তানদের দিয়ে মাদেইরাতে ছিলেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। ইতালিয়ান ফুটবল মৌসুম বন্ধ হওয়ার এক দিন আগে, গত ৮ মার্চ অসুস্থ মাকে দেখতে মাদেইরায় গিয়েছিলেন তিনি।

সবশেষ রোনালদো ইউভেস্তুসের হয়ে খেলেছেন লিগে ইন্টার মিলানের বিপক্ষে, ম্যাচটি ২-০ গোলে জিতেছিল তারা।

‘লকডাউন’-এর সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দেখা গেছে রোনালদোকে। এসময় ফিটনেস ধরে রাখার ব্যাপারেও সচেতন ছিলেন তিনি।

ইতালিয়ান সেরি আর ক্লাবগুলো গত ৪ মে থেকে শুরু করে ব্যক্তিগত অনুশীলন। দলীয় অনুশীলন শুরু করার কথা ছিল সোমবার থেকে। কিন্তু ইতালিয়ান সরকারের করোনাভাইরাস টেকনিক্যাল কমিটির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেরি আর ক্লাবগুলো।

সরকারের অনুমোদন সাপেক্ষে, আগামী ১৩ জুন সেরি আ মাঠে ফেরানোর পরিকল্পনা করেছিল লিগ কর্তৃপক্ষ। কয়েকটি ক্লাব প্রস্তাবিত তারিখের সঙ্গে একমত নয়। সবশেষ দলীয় অনুশীলন পিছিয়ে যাওয়ায় লিগের মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।