মধ্য জুনের আগে সেরি আ নয়

সেরি আ মাঠে ফেরানোর পরিকল্পনা ঘিরে থাকা অনিশ্চয়তা কাটেনি একটুও। আগামী ১৫ জুনের আগে প্রতিযোগিতাটি পুনরায় শুরুর কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2020, 09:22 AM
Updated : 19 May 2020, 09:22 AM

ইতালিয়ান ফুটবল ফেডারেশন সোমবার জানায়, অন্তত ১৪ জুন পর্যন্ত স্থগিত থাকবে দেশটির শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি। আগামী ১৩ জুন সরকারের অনুমোদন সাপেক্ষে লিগ মাঠে ফেরানোর পরিকল্পনা করেছিল কর্তৃপক্ষ।

একক পর্যায়ের অনুশীলন শেষে গত সোমবার দলীয় অনুশীলন শুরু করার কথা ছিল ক্লাবগুলোর। কিন্তু ইতালিয়ান সরকারের করোনাভাইরাস টেকনিক্যাল কমিটির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় তাও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলো।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ৯ মার্চ থেকে স্থগিত আছে সেরি আ। আসরে সব দলের এখনও বাকি ১২টি করে ম্যাচ। কয়েকটি দলের একটি করে ম্যাচ বেশি বাকি।

২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ইউভেন্তুস। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাৎসিও।