৩৫০ কোটি পাউন্ড ক্ষতির মুখে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো

করোনাভাইরাসের কারণে ফুটবল মৌসুম স্থগিত হওয়ায় ক্লাবগুলোর বড় ধরনের আর্থিক ক্ষতি একরকম নিশ্চিতই ছিল। এবার জানা গেল সম্ভাব্য পরিমাণ। প্রথম সারির ঘরোয়া লিগ ও প্রতিযোগিতা শেষ করা গেলেও ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলোর মোট ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩৫০ কোটি পাউন্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 10:36 AM
Updated : 17 May 2020, 12:35 PM

বিবিসির রোববারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ক্লাব মালিকদের এক বৈঠকে উঠে আসে চলতি ও আগামী মৌসুমের সম্ভাব্য ক্ষতির পরিমাণ। আর যদি প্রতিযোগিতাগুলো শেষ করাই না যায়, তাহলে ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াবে ৬২০ কোটি পাউন্ডেরও বেশি।

চোখ ধাঁধানো এই আর্থিক অঙ্কের পরিমাণই বলে দিচ্ছে-কেন মৌসুম পুনরায় শুরু করতে উঠেপড়ে লেগেছে দেশগুলোর লিগ ও ফুটবল কর্তৃপক্ষ।

শঙ্কা আর উৎকণ্ঠাকে সঙ্গী করে শনিবার মাঠে ফিরেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্যতম বুন্ডেসলিগা। জুনের মাঝামাঝি সময়ে লা লিগা ও প্রিমিয়ার লিগের ফেরার আভাস আছে। অনুশীলন শুরু করেছে ইতালিয়ান সেরি আ লিগের ক্লাবগুলোও।

তবে আগেই বাতিল করে দেওয়া হয়েছে ফ্রান্সের শীর্ষ প্রতিযোগিতা লিগ ওয়ান।