করোনাভাইরাস: টেনিসে স্থগিতাদেশ বাড়ল

করোনাভাইরাস পরিস্থিতিতে পেশাদার টেনিসে স্থগিতাদেশ বাড়ল। এটিপি ও ডব্লিউটিএ ট্যুরের সব টুর্নামেন্ট আগামী ৩১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2020, 04:15 PM
Updated : 15 May 2020, 04:15 PM

এটিপি শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। গত ফেব্রুয়ারির শেষ থেকে কোনো পেশাদার টেনিস কোর্টে গড়ায়নি।

আগামী অগাস্টের শেষ দিকে হওয়ার কথা ইউএস ওপেন। তবে এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট নিয়ে রয়েছে শঙ্কা।

ইতোমধ্যে পিছিয়ে দেওয়া হয়েছে ফরাসি ওপেন ও উইম্বলডন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর প্রথমবারের মত বাতিল হয় উইম্বলডন। নতুন সূচিতে ফরাসি ওপেন শুরু হওয়ার কথা আগামী ২০ সেপ্টেম্বর।