চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের সেই গোল রেফারির ভুলে!

গোলটি নিয়ে সে সময় আলোচনা হয়েছিল অনেক। চার বছর পর আবারও সেটি সামনে এলো। ২০১৬ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রথম গোলটি সঠিক ছিল না বলে জানিয়েছেন সেই ম্যাচের রেফারি মার্ক ক্লাটেনবার্গ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2020, 12:30 PM
Updated : 15 May 2020, 12:30 PM

মিলানের ওই ফাইনালে পঞ্চদশ মিনিটে সের্হিও রামোসের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। টনি ক্রুসের ফ্রি-কিকে হেড করেন গ্যারেথ বেল, বল চলে যায় গোলমুখে। আলতো টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন রামোস।

প্রথমার্ধের বিরতির সময় রেফারি বুঝতে পারেন, রামোস অফসাইডে ছিলেন। সম্প্রতি ডেইলি মেইলে নিজের লেখা কলামে গোলটি নিয়ে নিজের ভুল স্বীকার করেন ইংলিশ রেফারি ক্লাটেনবার্গ।

“ফাইনালে প্রথমার্ধে রিয়াল ১-০ গোলে এগিয়ে যায়। কিন্তু গোলদাতা রামোস অল্পের জন্য অফসাইডে ছিল। বিরতির সময় আমরা এটি বুঝতে পারি। সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল, আমার সহকারী মিস করেছিল।”

দ্বিতীয়ার্ধের শুরুতে আতলেতিকোকে একটি পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন পেপে। তবে রেফারির জবাবে নাকি চুপ হয়ে গিয়েছিলেন রিয়াল ডিফেন্ডার।

“দ্বিতীয়ার্ধের শুরুতে পেপে ফের্নান্দো তরেসকে ফাউল করায় আতলেতিকোকে পেনাল্টি দিয়েছিলাম আমি। পেপে রেগে গিয়ে আমাকে ইংরেজিতে বলেছিল, ‘এটি কোনো অবস্থাতেই পেনাল্টি নয়, মার্ক।’ তখন আমি তাকে বলেছিলাম, ‘তাহলে তোমাদের প্রথম গোলটি দেওয়াও উচিত হয়নি।’ এরপর সে চুপ হয়ে যায়।”

সেই পেনাল্টি থেকে যদিও গোল করতে পারেননি অঁতোয়ান গ্রিজমান। ফরাসি ফরোয়ার্ডের শট ক্রসবারে লেগে ফিরে আসে। পরে ৭৯ মিনিটে ইয়ানিক কারাসকোর গোলে সমতায় ফেরে আতলেতিকো।

১-১ সমতার পর অতিরিক্ত সময়েও স্কোরলাইনে পরিবর্তন আসেনি। পরে টাইব্রেকারে নগরপ্রতিদ্বন্দ্বীদের ৫-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসব করে রিয়াল।