ক্লপের চোখে মেসি-রোনালদো দ্বৈরথ

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা?-কঠিন প্রশ্নের জবাবে একজনকে তো বেছে নিতেই হবে। তাই যেন অনেকটা বাধ্য হয়েই বার্সেলোনা তারকাকে বেছে নিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লাপ। তবে একই সঙ্গে জানিয়ে দিলেন, তার চোখে রোনালদো ‘পারফেক্ট ফুটবলার’।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 02:22 PM
Updated : 13 May 2020, 02:22 PM

আর্জেন্টাইন তারকা মেসি ছয়বারের বর্ষসেরা ফুটবলার, রোনালদো হয়েছেন পাঁচবার। দুজনের অর্জনের ঝুলিতে আছে ভুরিভুরি ব্যক্তিগত ও দলীয় সাফল্য।

ইউটিউব চ্যানেল ফ্রিকিকার্সকে দেওয়া সাক্ষাৎকারে সময়ের দুই সেরা ফুটবলারকে নিয়ে কথা বলেন ক্লপ।

“আমার কাছে মেসি এগিয়ে। আর আমি এর মধ্যে রোনালদোর যত প্রশংসা করেছি এর চেয়ে বেশি করা যায় না।”

“ইতোমধ্যে দুজনের বিপক্ষেই আমরা খেলেছি এবং দুজনকেই থামানো প্রায় অসম্ভব।”

শারীরিক সক্ষমতা আর পেশাদারী মনোভাবের দিক দিয়ে রোনালদোকে এগিয়ে রাখছেন ক্লপ। আর মেসির ফুটবল তার চোখে যেন জাদু। খেলাটাকে যিনি করে তোলেন অতি সহজ।

“জন্ম থেকে মেসির শারীরিক কিছু সমস্যা ছিল। আপনি যদি একজন পারফেক্ট ফুটবলারের কল্পনা করেন, তাহলে সেটা হবে রোনালদো; সে যেমন উঁচুতে লাফাতে পারে আর যত দ্রুত দৌড়াতে পারে। আর ফুটবলের প্রতি তার মনোভাব ও পেশাদার আচরণ, এর চেয়ে আর ভালো হতে পারে না।”

“অন্যদিকে, ছোটখাট গড়নের মেসি সবকিছু সহজ করে তোলে। হয়তো এ কারণেই আমি মাঠের খেলোয়াড় হিসেবে তাকে একটু বেশি পছন্দ করি। তবে রোনালদোও অসাধারণ এক ফুটবলার।”