নেইমারকে দেখে ‘অবাক’ এররেরা

নানা গুঞ্জন আর গণমাধ্যমের রং-বেরঙের খবরে নেইমার সম্পর্কে ভুল ধারণা জন্মেছিল আন্দের এররেরার। পিএসজিতে যোগ দেওয়ার পর তার ভাবনায় পরিবর্তন এসেছে। কাছ থেকে ব্রাজিলিয়ান তারকাকে দেখে ভুল তো ভেঙেছেই, অবাকও হয়েছেন এররেরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2020, 05:43 PM
Updated : 12 May 2020, 05:43 PM

সবসময় হাসি-খুশি নেইমার যেন স্প্যানিশ এই মিডফিল্ডারের ক্যারিয়ারের ‘অন্যতম বড় এক বিস্ময়’।

গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে প্যারিসের দলটিতে যোগ দেন এররেরা। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারের বিভিন্ন দিক তুলে ধরেন ৩০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।

“আমার ক্যারিয়ারে সে অন্যতম বড় এক বিস্ময়। কারণ, গণমাধ্যমের কথা সবসময় ইতিবাচক হয় না। তারা সবসময় তাকে শেষ করে দেওয়ার পথ খোঁজার চেষ্টা করে।”

“কিন্তু আমি এমন একজনকে দেখছি, যে প্রতি দিন আনন্দে থাকে, যা দলকে শক্তিশালী করে তুলছে। সে তার বাড়িতে রাতের খাবারের আয়োজন করে, যেন আমরা একত্রিত হতে পারি। সে আমাদের যত বেশি সম্ভব ট্রফি জেতানোর চেষ্টা করে।”

দলকে উজ্জীবিত রাখতে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড দারুণ ভূমিকা রাখেন বলে জানান এররেরা।

“সে সব সময় হাসিখুশি থাকে এবং দলকে চাঙ্গা রাখে। সে আমাকে বলেছে, অন্য যে কোনো সময়ের চেয়ে ক্লাবে এখন সে অনেক ভালো আছে। পুরো বিষয়টা এমন, যেন আমি অন্য এক খেলোয়াড় সম্পর্কে পড়েছি আর এখানে এসে আরেক জনকে পেয়েছি।”

“আমি বুঝি, সবাই তাকে নিয়ে আলোচনা করতে চায়। হয়তো তার চুল কিংবা তার সাজপোশাকের কারণে।”