মুন্নার সেই জার্সি নিলামে ৩ লাখ টাকায় বিক্রি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2020 12:13 AM BdST Updated: 10 May 2020 12:30 AM BdST
প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় অসহায় হয়ে পড়া মানুষের সাহায্যার্থে মোনেম মুন্নার জার্সি নিলামে তোলা হয়েছিল। তিন লাখ টাকায় বিক্রি হয়েছে জার্সিটি।
১৯৮৯ সালে ঢাকায় হওয়া প্রেসিডেন্ট গোল্ডকাপে দক্ষিণ কোরিয়ার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ লাল দল। ওই টুর্নামেন্টে মুন্নার পরা '২' নম্বর জার্সিটি নিলামে তোলা হয়। ক্লাব ফুটবলে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের হয়ে খেলা মুন্না শুরুতে পরতেন ‘১৩’ নম্বর জার্সি। পরে ‘২’ নম্বর জার্সি হয়ে ওঠে তার প্রতীক।
নিলাম প্রতিষ্ঠান ‘অকশন ফর অ্যাকশন’ মুন্নার জার্সির ভিত্তি মূল্য ধরেছিল দুই লাখ টাকা। শনিবারের নিলামে তা বিক্রি হয় ভিত্তি মূল্যের চেয়ে এক লাখ বেশি টাকায়।

জাতীয় দলের হয়ে ১৯৮৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলা মুন্নার নেতৃত্বে ১৯৯৫ সালে মিয়ানমারে চার জাতি ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেটিই দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়।
রক্ষণভাগের অতন্দ্রপ্রহরী হিসেবে ‘দা কিং ব্যাক’ খেতাব পাওয়া মুন্না দেশের গণ্ডি পেরিয়ে আলো ছড়ান কলকাতার দল ইস্ট বেঙ্গলের জার্সিতে। কিডনি জটিলতায় ২০০৫ সালের ফেব্রুয়ারিতে মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে চলে যান সাবেক এই তারকা ফুটবলার।
নিলাম প্রতিষ্ঠানের ফেইসবুক লাইভে এসে মুন্নার স্ত্রীর সুরভী মোনেম বলেন, “মুন্না বেঁচে থাকলে আরও বেশি করত। তো কেউ একজন আমাকে এসএমএস করে বলল, করোনাভাইরাসের এই সময়ে যদি মুন্নার জার্সি নিলামে তুলে দেশের মানুষের জন্য কিছু করতে পারি…এ জন্যই এ উদ্যোগ নেওয়া।”

-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’