ছিটকে গেলেন বার্সেলোনার উমতিতি

লম্বা সময় পর অনুশীলনে ফেরার দ্বিতীয় দিনেই দুঃসংবাদ দিল বার্সেলোনা। ব্যক্তিগত অনুশীলন চলাকালীন সময় চোট পেয়ে ছিটকে গেছেন দলটির সেন্টার-ব্যাক সামুয়েল উমতিতি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 02:21 PM
Updated : 9 May 2020, 02:21 PM

বিশ্বকাপজয়ী ফরাসী ডিফেন্ডারের ডান পায়ের পেশিতে চোটের বিষয়টি শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করে বার্সেলোনা। তার ফেরার সম্ভাব্য দিনক্ষণ জানানো হয়নি।
 
২৬ বছর বয়সী এই ফুটবলার গত কয়েক মৌসুম ধরে হাঁটু ও পায়ের পাতার সমস্যায় ভুগছেন। ২০১৯-২০ মৌসুমে কাতালান দলটির হয়ে খেলেছেন ১৬টি ম্যাচ।
 
করোনাভাইরাসের কারণে দেড় মাসের বেশি সময়ের ঘরবন্দি জীবন শেষে শুক্রবার ফুটবলের সবুজ আঙিনায় পা রাখেন লা লিগার ফুটবলাররা। মার্চ থেকে স্থগিত থাকা ফুটবল মৌসুম আগামী জুনে পুনরায় শুরুর লক্ষ্য কর্তৃপক্ষের।
 
স্পেনের শীর্ষ লিগে ২৭ রাউন্ড শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে সবশেষ ২০১৬-১৭ মৌসুমে লিগ জেতা রিয়াল। আগামী সোমবার থেকে অনুশীলন শুরু করবে মাদ্রিদের দলটি।