ফিফার সিদ্ধান্তে অখুশি কনমেবল

জরুরি পরিস্থিতিতে ফিফার বদলি খেলোয়াড় বাড়ানোর সিদ্ধান্তে অসন্তুষ্ট দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 11:39 AM
Updated : 9 May 2020, 11:55 AM

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ফুটবল মৌসুম আবার শুরু হলে ঠাসা সূচিতে বাড়তে পারে ফুটবলারদের চোট। তাদের সুরক্ষার কথা চিন্তা করে শুক্রবার সঙ্কটকালীন সময়ে ম্যাচে বদলি খেলোয়াড় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে ফিফা।

ফিফার এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি কনমেবল। ওই দিনই এক টুইট বার্তায় নিজেদের অবস্থান তুলে ধরেন সংস্থাটির প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেস।

“এই পরিবর্তন আমাদের অবাক করেছে। এটি আমাদের কনফেডারেশনের সঙ্গে পরামর্শ করে করা হয়নি।”

যেসব প্রতিযোগিতা চলতি বছরের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা আছে, সেগুলোয় এই নিয়ম প্রযোজ্য হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের।