বায়ার্নের সহকারী কোচ হলেন ক্লোসা

আগামী মৌসুমের জন্য বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক মিরোস্লাভ ক্লোসা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2020, 01:10 PM
Updated : 8 May 2020, 01:10 PM

জার্মান ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ক্লোসার সঙ্গে তাদের চুক্তি হয়েছে ২০২১ সালের জুন পর্যন্ত।
 
৪১ বছর বয়সী সাবেক এই জার্মান ফরোয়ার্ড গত দুই বছর ক্লাবটির যুব দলের কোচের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে চার মৌসুম ক্লাবটির হয়ে খেলে তিনি দুটি করে জেতেন বুন্ডেসলিগা ও জার্মান কাপ।
 
গত মাসে প্রধান কোচ হান্স ফ্লিকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বায়ার্ন। ক্লোসা যখন ২০১৪ বিশ্বকাপ জেতেন, তখন জার্মানির সহকারী কোচ ছিলেন ফ্লিক। তার সঙ্গে বোঝাপড়াটা ভালো বলে জানান ক্লোসা।
 
“এই দায়িত্ব কোচ হিসেবে আমার ক্যারিয়ারের নতুন একটি ধাপ। আমি ফ্লিককে জাতীয় দলের সময় থেকে চিনি। ব্যক্তিগত ও পেশাগত দিক থেকে আমাদের একে অপরের প্রতি পূর্ণ আস্থা আছে।”
 
২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে রেকর্ড ৭১ গোল করেন ক্লোসা। এর মধ্যে ১৬টি করেছেন বিশ্বকাপে।