করোনাভাইরাস: সেরি আয় আক্রান্তের সংখ্যা বাড়ছে

প্রাথমিক প্রস্তুতি হিসেবে শুরু হয়েছে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন। কিন্তু জরুরি অবস্থার মাঝে ইতালিয়ান সেরি আর মাঠে ফেরার পরিকল্পনায় বাড়ছে শঙ্কা। প্রতিযোগিতার বিভিন্ন ক্লাব থেকে আসছে ফুটবলারদের নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2020, 09:50 AM
Updated : 8 May 2020, 09:50 AM

কোভিড-১৯ পরীক্ষায় বৃহস্পতিবার নিজেদের চার ফুটবলারের ফল পজিটিভ আসার খবর দিয়েছে সেরি আর ক্লাব সাম্পদোরিয়া। এর মধ্যে একজন আক্রান্ত হলেন দ্বিতীয়বার।

একই দিনে আরেক ক্লাব ফিওরেন্তিনা জানায়, তাদের তিন জন করে খেলোয়াড় ও স্টাফের নোভেল করোনাভাইরাস পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। এর আগের দিন তোরিনো জানিয়েছিল, তাদের একজন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত। 

গত সোমবার থেকে খেলোয়াড়দের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করার অনুমতি দেয় দেশটির সরকার। তবে অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে সবাইকে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ১৮ মে শুরু হবে দলীয় অনুশীলন।

গত মার্চে করোনাভাইরাস পরীক্ষায় সাম্পদোরিয়ার পাঁচ ফুটবলার ও দলের চিকিৎসক পজিটিভ হয়েছিলেন। এছাড়া লিগ টেবিলের শীর্ষে থাকা ইউভেন্তুসসহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড় ও স্টাফদের কোভিড-১৯ রোগে আক্রান্তের খবর এসেছে বিভিন্ন সময়ে।

ইতালিতে এ পর্যন্ত দুই লাখ ১৫ হাজারের বেশি মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৯ হাজারের বেশি মানুষ।