কাভানিকে ‘ঘৃণা করেন’ ইব্রাহিমোভিচ

জ্লাতান ইব্রাহিমোভিচ পিএসজিতে থাকার সময় তার সঙ্গে এদিনসন কাভানির শীতল সম্পর্ক নিয়ে চর্চা হয়ে ছিল বেশ। সুইডিশ তারকার সাবেক এলএ গ্যালাক্সি সতীর্থ মিকায়েল সিয়ানি জানালেন, ইব্রাহিমোভিচ জীবনে যে তিন থেকে চার জন সতীর্থকে ঘৃণা করেন, তাদের একজন হলেন কাভানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2020, 12:14 PM
Updated : 7 May 2020, 12:25 PM

২০১৩-১৪ থেকে টানা তিন মৌসুম পিএসজিতে একসঙ্গে খেলেন ইব্রাহিমোভিচ ও কাভানি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, এলএ গ্যালাক্সি ঘুরে এসি মিলানে ফিরেছেন ইব্রাহিমোভিচ। উরুগুয়ের স্ট্রাইকার থেকে গেছেন পিএসজিতেই।

এলএ গ্যালাক্সিতে ইব্রাহিমোভিচের সঙ্গে এক মৌসুম খেলা ফরাসি ফুটবলার সিয়ানি সম্প্রতি ফ্রান্সের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জানান, সুইডিশ ফরোয়ার্ডের কতটা অপছন্দ ছিলেন কাভানি।

“কেউ কাভানির সঙ্গে ঘনিষ্ঠ হলে সেটি ইব্রা পছন্দ করে না। হয় আপনি ইব্রার সঙ্গে, অথবা বিপক্ষে আছেন। সে আমাকে বলেছিল, লঁরা ব্লাঁর (কোচ) অধীনে পিএসজিতে সবকিছুই ভালো ছিল। একমাত্র কাভানির সঙ্গে সে মানিয়ে নিতে পারত না।”

“পুরো ক্যারিয়ারে কেবল তিন বা চার জন সতীর্থকে সে ঘৃণা করে... তাদের একজন কাভানি।”