এ মাসেই ফিরছে বুন্ডেসলিগা

করোনাভাইরাসের প্রভাবে থমকে থাকা ফুটবল মৌসুম অবশেষে গতি পেতে যাচ্ছে। এ মাসেই পুনরায় শুরু হচ্ছে জার্মানির শীর্ষ লিগ বুন্ডেসলিগার চলতি মৌসুম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 02:36 PM
Updated : 7 May 2020, 11:24 AM

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বুধবার বিষয়টি নিশ্চিত করেন। জার্মান ফুটবল লিগ (ডিএফএল) বৃহস্পতিবার খেলা শুরুর তারিখ জানাবে।

মৌসুমের বাকি সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। এই প্রথম ইউরোপের শীর্ষ কোনো লিগ মাঠে ফিরতে যাচ্ছে।

বুন্ডেসলিগার বাকি আছে আর ৯ রাউন্ড। ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।

জার্মান ফুটবলের শীর্ষ দুই বিভাগের ৩৬ ক্লাবের এক হাজার ৭২৪ জন খেলোয়াড় ও কোচিং স্টাফের কোভিড-১৯ পরীক্ষায় ১০ জনের পজিটিভ আসার খবরের একদিন পরই এলো এই ঘোষণা।

গত মাসে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলনে ফেরেন খেলোয়াড়রা। ৯ মে থেকে খেলা শুরু করতে চেয়েছিল ফেডারেশন। তবে সরকারের সিদ্ধান্তে পিছিয়ে যায়।