মেসি ৩৯ বছর বয়স পর্যন্ত খেলতে পারে: চাভি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2020 04:20 PM BdST Updated: 05 May 2020 04:26 PM BdST
-
ফাইল ছবি
দীর্ঘ দিনের সতীর্থ হওয়ায় লিওনেল মেসিকে খুব ভালোভাবে জানেন চাভি এরনান্দেস। বার্সেলোনার সাবেক এই অধিনায়কের বিশ্বাস, ৩৯ বছর বয়স পর্যন্ত খেলে যেতে পারেন আর্জেন্টাইন তারকা।
করোনাভাইরাস মহামারীতে চলতি মৌসুম স্থগিত হওয়ার আগে ৩১ ম্যাচে ২৪ গোল করেন ৩২ বছর বয়সী মেসি।
আরেক সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড সামুয়েল ইতোর সঙ্গে ইনস্টাগ্রাম আলাপচারিতায় মেসির সামনের ক্যারিয়ার নিয়ে কথা বলেন চাভি। বিশ্বকাপজয়ী এই স্প্যানিয়ার্ডের মতে, ক্লাব ও জাতীয় দলকে দেওয়ার এখনও অনেক কিছুই বাকি আছে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের ভাণ্ডারে।
“এখনও তার পাঁচ বা সাত বছর ভালোভাবে খেলে যাওয়ার সামর্থ্য আছে। সে নিজেকে ভালো যত্ন নেয়। হয়তো সে ৩৭, ৩৮ অথবা ৩৯ বছর বয়স পর্যন্ত খেলে যেতে পারে।”
“আমি নিশ্চিত, কাতার বিশ্বকাপে সে খেলবে।”
চাভির ভাবনা বাস্তবে রূপ নিলে পুরনো দুই সতীর্থকে আবার একসঙ্গে দেখা যেতে পারে, তবে তিনি থাকবেন ডাগআউটে আর মেসি মাঠে। গত জানুয়ারিতে বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ৪০ বছর বয়সী সাবেক মিডফিল্ডার চাভি।
তবে কাম্প নউয়ে কোচ হিসেবে ফেরা যে তার স্বপ্ন, একথা তিনি অনেকবারই বলেছেন। ‘আরও অভিজ্ঞতা অর্জন করে’ কাতালান দলটির দায়িত্ব নিতে চান তিনি।
নেইমারের বার্সেলোনায় ফেরার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন চাভি।
কাতালান দলটিতে ১৭ বছরের ক্যারিয়ার শেষে ২০১৫ সালে খেলোয়াড় হিসেবে আল-সাদে যোগ দেন চাভি। গত জুলাইয়ে পান দলটির কোচের দায়িত্ব।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের