সেরি আ নিয়ে আলোচনার সময়ই হয়নি এখনও: ইতালির ক্রীড়ামন্ত্রী

ইতালির লিগ কর্তৃপক্ষ ও ফেডারেশন বন্ধ থাকা ফুটবল মৌসুম শেষ করার ব্যাপারে আশাবাদী হলেও এখনই সিদ্ধান্ত নিতে রাজি নয় দেশটির ক্রীড়া মন্ত্রনালয়। এ বিষয়ে আলোচনা করার মত পরিস্থিতিই এখনও তৈরি হয়নি বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2020, 12:57 PM
Updated : 4 May 2020, 01:21 PM

সেরি আর ক্লাবগুলোর খেলোয়াড়দের সোমবার থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে দলীয় পর্যায়ে আগামী ১৮ মের আগে অনুশীলন করা যাবে না।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে অধিকাংশ দেশে ফুটবল স্থগিত রয়েছে। ইতালিয়ান লিগ বন্ধ আছে গত ৯ মার্চ থেকে।

ক্লাব ও লিগ কর্তৃপক্ষ ফুটবল ফেরাতে উঠেপড়ে লাগলেও পরিস্থিতি এখনও আগের মতই আছে বলে মনে করেন ভিনসেঞ্জো।

“চারপাশে আমি অদ্ভুত কিছু ব্যাপার খেয়াল করছি, অথচ কোনোকিছুই বদলায়নি।”

“চ্যাম্পিয়শিপ পুনরায় শুরুর ব্যাপারে আপাতত আমরা আলোচনা করছি না।”

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একটি ফ্রান্সের লিগ ওয়ান বাতিল করা হয়েছে। মৌসুম বাতিল করার দুদিন পর পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সবার আগে ফেরার প্রস্তুতি শুরু করেছে জার্মানির বুন্ডেসলিগা। কর্তৃপক্ষ আগামী শনিবার থেকে লিগ শুরু করতে চাইলেও দেশটির সবরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে আগামী ১৬ অথবা ২৩ মে প্রতিযোগিতাটি শুরু হতে পারে বলে গণমাধ্যমের খবর।

স্পেনেও লা লিগার দলগুলোর অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছে দেশটির সরকার। মৌসুমের বাকি অংশ শেষ করার ব্যাপারে তারাও আশাবাদী।