মেসি-রোনালদোর পর বিশ্বসেরা হবে নেইমার: এমেরি

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর সময়ের সেরার দৌড়ে কে? এ নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। মেসি-রোনালদোর ‘উত্তরসূরী’ হওয়ার দৌড়ে পিএসজির সাবেক কোচ উনাই এমেরি এগিয়ে রাখছেন নেইমারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2020, 04:54 PM
Updated : 2 May 2020, 04:54 PM

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সে সময় ফরাসি ক্লাবটির কোচ ছিলেন এমেরি। মাত্র এক মৌসুম এই ফরোয়ার্ডের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তার।

তবে ওই এক মৌসুমেই নেইমারকে কাছ থেকে দেখে তার সামর্থ্যের ধারণা পেয়ে গেছেন এমেরি। গ্রানাডার কোচ দিয়াগো মার্তিনেসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল অধিনায়ককে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।

“তার (নেইমার) সঙ্গে চমৎকার একটি বছর কাটিয়েছি আমি। প্রতিটি অনুশীলন সেশন ও ম্যাচে তাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। নেইমারের প্রতিভা আছে, তা বাস্তবায়ন করার সামর্থ্য ও গুণাবলীও তার আছে।”

“আমার মনে হয়, মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কাছ থেকে শ্রেষ্ঠত্বের মুকুট নেওয়ার এবং বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সুযোগ আছে তার এবং এখনও তার হাতে সময় আছে।”

প্যারিসে যাওয়ার পর থেকে প্রতি মৌসুমের লিগ ওয়ানসহ পিএসজিতে তিন মৌসুমে মোট ছয়টি শিরোপা জিতেছেন নেইমার।