মৌসুম শেষ করতে ‘একমত’ সেরি আর ক্লাবগুলো 

করোনাভাইরাসের প্রভাবে থমকে থাকা চলতি মৌসুম শেষ করতে সেরি আর ২০টি ক্লাব ঐক্যমতে পৌঁছেছে বলে সংবাদমাধ্যমের খবর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2020, 10:17 AM
Updated : 2 May 2020, 10:17 AM

তোরিনো ও ব্রেসসিয়া এর আগে মৌসুম পুনরায় শুরু করার পক্ষে ছিল না বলে খবর এসেছিল। এতে সরকার, ইতালিয়ান ফুটবল ফেডারেশন ও অন্য ১৮ ক্লাবের মধ্যে নাকি বিভক্তি দেখা দিয়েছিল।

তবে ‘ফুটবল ইতালিয়ার’ প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইতালিয়ান ফুটবল ফেডারেশন আয়োজিত এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে ভোটাভুটিতে সবাই মৌসুম শেষ করার ব্যাপারে একমত হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, খেলোয়াড় ও কোচদের সুরক্ষা সম্পর্কিত প্রটোকলের কোনো ব্যত্যয় ঘটলে ২০১৯-২০ মৌসুম বাতিল করে দেওয়া হবে।

কয়েকদিন আগে ইতালিতে লকডাউন শিথিল করার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে। এর অংশ হিসেবে খেলোয়াড়রা ৪ মে থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করতে পারবেন। আর দলগত অনুশীলন শুরু করা যাবে ১৮ মে থেকে।