বেশিরভাগ ফুটবলার মাঠে ফিরতে ভয় পাচ্ছে: আগুয়েরো
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2020 05:36 PM BdST Updated: 01 May 2020 05:36 PM BdST
ইউরোপের কয়েকটি ঘরোয়া ফুটবল লিগ পুনরায় শুরু করা নিয়ে তোড়জোড় দেখা যাচ্ছে সেসব দেশের ফেডারেশনের মাঝে। বিশেষ করে জার্মানি, ইতালি ও স্পেনে অনুশীলন শুরুর দিনক্ষণ প্রায় চূড়ান্ত। মৌসুম শেষ করতে মরিয়া ইংল্যান্ডও। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে প্রিমিয়ার লিগের বেশিরভাগ খেলোয়াড় মাঠে ফিরতে ভয় পাচ্ছেন বলে জানালেন ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরো।
আগামী ৮ জুন মৌসুম পুনরায় শুরুর আশা করছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সেক্ষেত্রে খেলোয়াড়দের পুরোদমে অনুশীলনে ফিরতে হবে ১৮ মের মধ্যে। এ নিয়ে আলোচনার জন্য শুক্রবার বৈঠকে বসার কথা লিগের ক্লাবগুলোর।
আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী আগুয়েরো জানালেন খেলোয়াড়দের দুর্ভাবনার কথা।
“বেশিরভাগ খেলোয়াড় ভয় পাচ্ছে, কারণ তাদের বাচ্চা ও পরিবার আছে। আমি নিজেও ভীত। তবে আমি এখানে আমার বান্ধবীর সঙ্গে আছি। আমি অন্য মানুষের সংস্পর্শে যাচ্ছি না। আমি ঘরে বন্দি। একমাত্র ব্যক্তিকে আমি সংক্রমিত করতে পারি, আর সে হলো আমার বান্ধবী।'
“বলা হচ্ছে, অনেকের শরীরে কোনো উপসর্গ নেই, তবু তারা আক্রান্ত এবং অন্যকে সংক্রমিত করতে পারে। এ কারণেই আমি বাসায়। হয়তো আমারও রোগটা আছে, কিন্তু আমি জানি না।”
করোনাভাইরাসের কারণে গত ১৩ মার্চ থেকে স্থগিত রয়েছে প্রিমিয়ার লিগ। সব ক্লাবই লিগের বাকি ৯২ ম্যাচ খেলতে প্রস্তুত। ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুয়েরো মনে করেন, মাঠে ফিরলে তার সতীর্থরা ‘যথেষ্ট নার্ভাস’ ও ‘বাড়তি সতর্ক’ থাকবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক দূরত্বের বিধি-নিষেধ উঠে যাওয়ার আগে অনুশীলন শুরু হলে প্রতি সপ্তাহে দুবার খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। পাশাপাশি প্রতিদিন উপসর্গ পর্যবেক্ষণ করা হবে। সব পরীক্ষাই করবেন প্রশিক্ষিত ও পেশাদার স্বাস্থ্যকর্মীরা, যেখানে জাতীয় স্বাস্থ্য সংস্থার সব সুবিধা থাকবে।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়